আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টিপাত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ১৫:৫৩

সন্ধ্যায় শ্রীমঙ্গলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে মৌসুমের প্রথম কালবোশেখী ঝড় বয়ে গেছে। এ সময় ১৯.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান আনিস জানান, আজ সন্ধ্যা ৭:২৮ মিনিট থেকে ৭:৩৬ মিনিট পর্যন্ত শ্রীমঙ্গলের ওপর দিয়ে কালবোশেখী ঝড় বয়ে গেছে। তিনি জানান, এ সময় বাতাসের গতিবেগ ছিল ৩২ নটিক্যাল মাইল অর্থাৎ ৫৯.৩০২৪ কিলোমিটার।

আনিসুর রহমান আরো জানান, এর আগে সন্ধ্যা ৬:২০ মিনিট থেকে বৃষ্টিপাত শুরু হয় এবং ৭:৪০ মিনিট পর্যন্ত ১৯.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 

গত কয়েকদিনের দাবদাহের পর এ বৃষ্টি জনজীবনে ফিরে আসে স্বস্থি। গত কয়েকদিন ধরে গরমে জনজীবন ছিল বিপর্যস্ত। এখানে গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির ওপর অবস্থান করছিল এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ