সাঙ্গু নদীতে নৌকা ডুবি : ১৬ ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ১৩:৪৮

বান্দরবানের থানচির সাঙ্গু নদীতে নৌকা ডুবির প্রায় ১৬ ঘণ্টা পর এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানচি ফায়ার সার্ভিসের সদস্যরা। এই ঘটনায় আরও ২ জন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার তিন্দু ইউনিয়নের বড় পাথর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া মরদেহটি লং রে খুমির (২১)। তিনি থানচির রেমাক্রি ইউপির অং লে খুমি পাড়ার বাসিন্দা লং বে খুমির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ অক্টবর) সকালে ছোট মদকের অংলে খুমি পাড়ার ৯ জন লোক নৌকা নিয়ে রেমাক্রী বাজারে আসেন বাজার করতে। পরে বিকেলে বাড়ি ফেরার পথে রেমাক্রির আদা পাড়া এলাকায় পৌঁছালে ইঞ্জিনচালিত নৌকাটিতে হঠাৎ পাথরের সঙ্গে ধাক্কা লাগে। এতে নৌকাটি পানিতে ডুবে যায়। পরে সাঁতার কেটে ৬ জন তীরে পৌঁছাতে পারলেও বাকি ৩ জন নদীর স্রোতে ভেসে নিখোঁজ হয়। তাদের উদ্ধারে আজ সকাল থেকে থানচি পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন অভিযান পরিচালনা করেন। এরপর লং রে খুমির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এই ঘটনায় আরও ২ জন নিখোঁজ রয়েছে।

ইউএনও মুহা. আবুল মনসুর বলেন, নৌকা ডুবিতে ৩ জন নিখোঁজের ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুই জনের মরদেহ উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান চালাচ্ছে।

এবিএন/জেডি

এই বিভাগের আরো সংবাদ