আজকের শিরোনাম :

টানা ২৪ দিন হাসপাতালে থাকায় প্রভাব পড়ছে সৌমিত্রের শরীরে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ১১:০৭

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার বিশেষ পরিবর্তন হল না।

গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পরিজনরা দেখা করেছেন। নতুন করে জ্বর আসেনি তাঁর। হার্টরেটও ভালো। রক্তচাপও নিয়ন্ত্রণে।     

সৌমিত্র চট্টোপাধ্যায়ের সচেতনতা মাত্রা গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী ১০। শনিবার  স্নায়ুজনিত সমস্যার সমাধান খুঁজবেন চিকিৎসকরা। তাঁর হার্টরেট যথেষ্ট ভালো। নিয়ন্ত্রণে রক্তচাপ। কিডনিও সচল। ইউরিয়া ও ক্রিয়েটিনিন স্বাভাবিক। জ্বর নেই তাঁর।

এখনও পর্যন্ত দু'বার ডায়ালিসিস করা হয়েছে সৌমিত্রবাবুর। তৃতীয় ডায়ালিসিসের সিদ্ধান্ত এখনও নেননি ডাক্তাররা। চিকিৎসক অরিন্দম কর জানান, আজ ডায়ালিসিস করিনি। কাল সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ২৪ দিন তিনি রয়েছেন হাসপাতালে রয়েছেন। আইসিইউ-তে থাকায় শরীরে প্রভাব ফেলছে। সুস্থতার আশা কমছে। 

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ