পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষে আহত ১১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০১৯, ২০:২১

পঞ্চগড় সদর উপজেলায় পুর্ব শক্রতার জেরে সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছে। এদের মধ্য ৫ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ২ জনের অবস্থা আংশকা জনক। আজ সোমবার সকালে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের কাজির হাট এলাকায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়,ওই এলাকায় জমিজমা বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশি বাবুল ও তফিজুলদের মধ্য দ্বন্দ্ব চলছিল। আজ সকালে বাবুল ও তার স্ত্রীর সাথে ঝগড়া চললে প্রতিপক্ষ তফিজুল বাধা দিতে গেলে উভয়ের মধ্যে বাগবিদ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে লাঠি শঠা ও দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘষ বাধে। এতে ঘটনা স্থলে উভয় পক্ষের নারীসহ ১১জন আহত হয়।

স্থানীয়ারা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে ৫ জনকে গুরুত্বর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।
পঞ্চগড় সদর থানার এসএই শাহিনুজ্জামান শাহিন জানান, ৫ জনকে গুরুত্বর অবস্থায় রংপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। আর বাকি ৬ জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ