পার্বতীপুরে লোকোমোটিভ ও রেলওয়ে কারখানা পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪, ১৪:৩৩

দিনাজপুরের পার্বতীপুরে রেল অঙ্গন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়া। 

আজ শনিবার বেলা সাড়ে ১২টায় পার্বতীপুরে অবস্থিত রেল ইঞ্জিন মেরামতের অন্যতম প্রতিষ্ঠান কেন্দ্রেীয় লোকোমোটিভ কারখানার রেস্ট হাউজে সালামি গ্রহন করেন তিনি। পরে কারখানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন মুখ্য সচিব। এ সময় রেলের অতিরিক্ত মহা পরিচালক পার্থ সরকার, রেলের পশ্চিম জোনের জিএম অসীম কুমার তালুকদার, রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান সরকার, দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন, পৌর মেয়র আমজাদ হোসেন ও প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামসহ সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে রেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন মুখ্য সচিব। 

মতবিনিময় শেষে মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া সৈয়দপুর রেলওয়ে কারখানার উদ্দেশ্যে সৈয়দপুর দুপুরে রেলওয়ে কারখানার উদ্দেশ্য যাত্রা করেন। আগামীকাল রোববার সকাল ১০টায় রংপুর বিভাগীয় সার্বজনীন পেনশন মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও সার্বজনীন পেনশন স্কীম সংক্রান্ত রংপুর বিভাগীয় কর্মশালায় অংশ নেবেন। 

এবিএন/এম এ জলিল সরকার/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ