আজকের শিরোনাম :

আরও ৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২, ২১:০১

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৩৩ জন এবং চলতি বছর এ পর্যন্ত ১০৪ জন মারা গেছেন।

শনিবার (১ জানুয়ারি) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ২ জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২ জন।

এ বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ১০৪ জনের মধ্যে চলতি মাসে ৬ জন, নভেম্বরে ৬ জন, অক্টোবরে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ