আজকের শিরোনাম :

ফুলবাড়ীতে হিট স্ট্রোকে নারীর মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১৫:০৫

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চককড়েয়া কড়াইপাড়া গ্রামের মৃত আজিত এর স্ত্রী হাসিনা বেগম (৫৭) নামের এক নারী জমিতে ঘাস কাটতে গিয়ে হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেন।

গতকাল শুক্রবার দুপুর ২টায় বাড়ির পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে হাসিনা বেগম অজ্ঞান হয়ে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে বাড়িতে আনলে তার অবস্থার অবনতি হলে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পরিবারের লোকজন নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত দিনাজপুর রেফার্ড করেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণঅ করেন।

এই বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ্ তমাল জানান, প্রচন্ড তাপদহে মানুষ হিট স্ট্রোক করছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতন করছি। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ যেন বাহির না হয়। ঘর থেকে বের হলে অবশ্যই ছাতা ও পানি সঙ্গে রাখতে হবে। তাঁর মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজনের খোঁজখবর নিয়ে শোক প্রকাশ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী। ঘটনার খবর পেয়ে শিবনগর ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ নুরুল ইসলাম নুরু। তিনি জানান, হাসিনা বেগম অত্যন্ত দরিদ্র মানুষ। যার কারণে গরুর ঘাস কাটতে এই প্রচন্ড রোদে জমিতে যেতে বাধ্য হয়েছেন। তার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং আমার ওয়ার্ডের জনগণকে এ বিষয়ে সচেতন হওয়ার অনুরোধ করছি।    

এবিএন/মোঃ আফজাল হোসেন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ