আজকের শিরোনাম :

জয়পুরহাটে আখচাষীদের প্রশিক্ষণের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১১:৫৪

জয়পুরহাটে গুণগতমান সম্পূর্ণ বীজ, আখ উৎপাদন ও বিস্তারের কৌশল শীর্ষক দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণে জেলার ৬০ জন কৃষক-কৃষাণী অংশ নেয়। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. ওমর আলী দুই দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন।

শুক্রবার (২৬ এপ্রিল) জয়পুরহাট সুগারমিল প্রশিক্ষণ ভবনে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) এর বাস্তবায়নে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. শামসুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আখলাছুর রহমান, বিএসআরআই এর রোগতত্ব বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইমাম হোসেন, বিএসআরআই জয়পুরহাট উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ অন্যরা।

এবিএন/সুজন কুমার মন্ডল/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ