আজকের শিরোনাম :

আশাশুনিতে স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৪, ১১:৪৫

আশাশুনিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, সচিব ও এএসিসিওগণের জন্য দুদিনের স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা কোর্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার ও মঙ্গলবার (৬ ও ৭ মে) আশাশুনি সরকারি কলেজের প্রশিক্ষণ কেন্দ্রে দুই দিনের এ কোর্স অনুষ্ঠিত হয়। 

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকা এর আয়োজনে ও উপজেলা প্রশাসন আশাশুনির বাস্তবায়নে উপজেলার ১০টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ১৩২ জন ইউপি সদস্য ও ১১ জন ইউপি সচিবের উপস্থিতিতে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন এনআইএলজির উপসচিব মিজানুর রহমান। 

অনুষ্ঠানে ডিডিএলজি মাশরুবা ইয়াসমিন, আশাশুনি সরকারি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। 

প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, পিআইও মোঃ সোহাগ খান, ইঞ্জিনিয়ার নাজিমুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু বেল্লাল হোসেন, সহকারি প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাল। প্রশিক্ষণ কোর্সে ইউনিয়ন পরিষদের রাজস্ব আয়, আহরণ ও বাজেট ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এবিএন/জি এম মুজিবুর রহমান/জসিম/গালিব 

এই বিভাগের আরো সংবাদ