কোটচাঁদপুরে ১৫ বছর পলাতক পর আসামি র‌্যাবের হাতে আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ১১:৩৭

দুই বছরের সাজা বাঁচতে ১৫ বছর পালিয়ে ছিলেন, দিন মন্ডল (২৫)। তবে পালিয়ে শেষ রক্ষা হল না তাঁর। ২১ এপ্রিল  রবিবার দুপুরে ঝিনাইদহের র‌্যাব-৬ তাকে কোটচাঁদপুরে লক্ষীপুর বাজার থেকে আটক করেন। 

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গেল ২০০৯ সালে দিন মন্ডল মাদক মামলায় আটক হয়। এরপর জামিনে বাড়িতে আসেন। মাদকের ওই মামলায় দিন মন্ডলের ২ বছরের সাজা হয়। তাঁরপর থেকে নিজ বাড়ি মহেশপুরের ন্যাপা গ্রাম ছেড়ে  আত্মগোপনে থাকেন, কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের শিব নগর গ্রামে। 

ওই গ্রামে সে দীর্ঘ ১৫ বছর যাবৎ তাঁর পরিবার নিয়ে বসবাস করছিল। 

রবিবার দুপুরে ঝিনাইদহ র‌্যাব-৬ গোপন সংবাদে জানতে পারেন তিনি কোটচাঁদপুরের লক্ষিপুুর বাজারে আত্মগোপনে থাকেন। 
এর পেক্ষিতে ওইদিন দুপুরে লক্ষিপুর গ্রামের বাজারে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন র‌্যাব-৬। পরে তাঁকে মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন  র‌্যাব-৬।

বিষয়টি নিশ্চিত করেছেন, মহেশপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবরটি শুনেছি। এরপর থানা থেকে র‌্যাব-৬ ক্যাম্পে আসামি আনতে পুলিশ পাঠানো হয়েছে। 

এবিএন/সুব্রত কুমার/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ