জলঢাকায় ৮ জুয়াড়ি আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ১৩:৫৩

নীলফামারীর জলঢাকায় ৮ জুয়াড়িকে আটক করেছে জলঢাকা থানা পুলিশ।  

জলঢাকা থানাকে মাদক ও জুয়া মুক্ত করার লক্ষ্যে নীলফামারী জেলা পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম এর দিক নির্দেশনায় জলঢাকা থানা অফিসার ইনচার্জ  মুক্তারুল আলম এবং ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিমের নেতৃত্বে  পুলিশের অভিযান টিম গোপন সংবাদের ভিত্তিতে শুকবার  বিকালে উপজেলার  খুটামারা ইউনিয়নের কোরলা বেচাটাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে  প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে,ও বিভিন্ন সরঞ্জাম সহ ৮ ব্যাক্তিকে গ্রেফতার করেন। তাদের কাছ থেকে  ৫,৫০০ টাকা ও ৬টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ ।

আটককৃত ব্যাক্তিরা হলেন পশ্চিম খুটামারা (করলা বেচাটারী এলাকার মাহাফুজার রহমানের ছেলে মোঃ আজম আলী(২৮) ওই এলাকার  দুলাল হোসেনের পুত্র মোঃ রন্জু মিয়া(৩০), একই এলাকার আছিম উদ্দিনের পুত্র  মোঃ নুর হোসেন(২৫),  ওই এলাকার মৃত ইসলাম উদ্দিনের ছেলে মোঃ আতাউর রহমান(৩৫), ওই রোজার  আব্দুর রশিদের পুত্র  মোঃ জুয়েল ইসলাম(৩২), একই এলাকার মৃত আলিমুর রহমানের পুত্র  মোঃ মুশফিকুর রহমান(২৩), ওই এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে  মোঃ মোর্শেদ ইসলাম(২৫), ওই এলাকার মোঃ আজিজুল ইসলামের ছেলে মোঃ রবিউল ইসলাম(৩২)। 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-২৬ তারিখ-১৯/৪/২৪ ধারা-১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম জানান  মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

এবিএন/হাসানুজ্জামান সিদ্দিকী/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ