আজকের শিরোনাম :

শিক্ষকদের মর্যাদা ও বেতন উভয়ই বৃদ্ধি করা হবে: শিক্ষামন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৪, ০০:০৫

শিক্ষকদের মর্যাদা ও বেতন দুটোই বাড়ানোর আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শনিবার (৪ মে) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রীর বরাতে ওই পোস্টে লেখা ছিল, শিক্ষার্থীদের মধ্যে যারা পঞ্চম শ্রেণি পর্যন্ত পার করেছে, তারা যেন মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আসতে পারে এবং তারা যেন ঝরে না পড়ে, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আর শিক্ষকের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়েও কাজ করে যাচ্ছি।

নওফেলের পোস্টটিতে কমেন্ট করে অনেকেই এমন আশ্বাসকে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। আব্দুল আউয়াল নামে একজন মন্তব্য করেছেন, বেতন ভাতা বৃদ্ধির প্রক্রিয়া চলছে এমন কথা আর শুনতে চাই না। আপনার মুখে আমরা শুনতে চাই যে আগাম জুনে অথবা জানুয়ারিতে বেতন ভাতা বৃদ্ধি করা হবে। শিক্ষকরা এখন আর আশ্বাসে বিশ্বাস করে না। বেতন-ভাতা বৃদ্ধি করার সঠিক সময় বলবেন। তাহলেই কেবল সকল শিক্ষকেরা খুশি হবেন এবং আপনাকে মনে রাখবেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ