আজকের শিরোনাম :

বোচাগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ১৭:৩৯

“প্রাণিসম্পদে ভরবো দেশ” গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, সৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বোচাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম।

উদ্বোধন শেষে সহকারী কমিশান (ভূমি) মোঃ সাইফুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযেদ্ধা মোঃ জাফরুল্লাহ, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বক্কও সিদ্দিক রাসেল, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু কায়েস বিন আজিজ, খামারি মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের সাধারণ কৃষক ও সৌখিন খামারীগণ স্টল দিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।    

এবিএন/মোঃ সাজ্জাদুল আযম/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ