আজকের শিরোনাম :

কাপ্তাইয়ে দরিদ্র জেলে পরিবারের মধ্যে ছাগল বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ১৬:১০

রাঙামাটির কাপ্তাইয়ে দরিদ্র জেলে পরিবারের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই  উপজেলা মৎস্য অধিদপ্তর চত্বরে দরিদ্র জেলেদের মধ্যে এসব ছাগল বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা  অধীর চন্দ্র দাস এবং  উপজেলা  নির্বাহী কর্মকর্তা  মো. মহিউদ্দিন উপস্থিত থেকে জেলেদের মধ্যে এ ছাগল বিতরণ করেন।

এ সময় কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, প্রকল্পের সহকারী পরিচালক মো. তোফাজ্জল হোসেন ফাহিম এবং কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশনের উপকেন্দ্র প্রধান জসিম উদ্দিন  উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তর কাপ্তাই এর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার নিবন্ধিত ১৮ দরিদ্র  জেলে পরিবারের  মধ্যে প্রত্যেককে  ৪টি করে সর্বমোট ৭২টি  ছাগল  বিতরণ করা হয়।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ