আজকের শিরোনাম :

চিরিরবন্দরে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ১৬:১২ | আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৬:২২

চিরিরবন্দরে জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী ও যুব সংগঠনের সদস্য এবং স্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের হলরুমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যতœ এবং জেন্ডার বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার আইইএম ইউনিটের উপপরিচালক (এমপি) মো. ইফতেখার রহমান বক্তব্য রাখেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম সরকার, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন।

কর্মশালায় ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ঈমাম, পুরোহিত, স্বাস্থ্য সহকারি, ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

এবিএন/মো. রফিকুল ইসলাম/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ