পার্বতীপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ১৭:৫২

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো: হাফিজুল ইসলাম প্রামাণিক। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমেনীন, রুখশানা বারি রুকু, উপজেলা প্রকৌশলী মো: আহসান হাবীব ও সরকারি বঙ্গবন্ধ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলম প্রমুখ। 

পার্বতীপুর উপজেলা প্রকৌশল বিভাগ সূত্র জানায়, ২০২৩-২৪ এডিপি উন্নয়ন খাত প্রাক্কলিত মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা ব্যায়ে পার্বতীপুর উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এসব দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়। 

প্রধান অতিথি বলেন, নিজেদেরকে আত্ম-নির্ভরশীল ও লেখাপাড়ায় মনোনিবেশ করে তুলতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 

এবিএন/এম এ জলিল সরকার/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ