আজকের শিরোনাম :

নওগাঁর মাঠে বাহুবলী টমেটো

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ২১:২৪

নতুন জাতের বাহুবলী টমেটো চাষে ভাগ্য বদলেছে নওগাঁ সদর উপজেলার তিলকপুর গ্রামের চাষি আব্দুর রহমানের। আধুনিক মালচিং প্রযুক্তি অনুসরণ করে উৎপাদন খরচ হয়েছে কম, বেড়েছে ফলনও। পেয়েছেন ভালো বাজার দরও।

চাষি আব্দুর রহমান জানান, এক বিঘা জমিতে বাহুবলী টমেটোর চারা রোপণ করেছিলাম। দেড় মাসেই গাছে ফুল ও ফল আসে। বাজারে চাহিদাও বেশি। ৪ মাসেই প্রায় ৯০ মন ফলন মিলেছে। বিক্রি হয়েছে প্রায় দেড় লাখ টাকায়।

তিনি আরও জানান, চাষাবাদে ব্যবহার হয়েছে আধুনিক মালচিং প্রযুক্তি। সেচ ও বালাইনাশকের খরচ কমেছে। আগাছা মুক্ত জমিতে তাই ফলনও হয়েছে ভালো।

জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানান, বাহুবলী হাইব্রিড দুই জাতের আধুনিক টমেটো। জেলার অনেক চাষি এই জাতের টমেটো চাষ করছেন। ফলন ভালো হওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন।

এছাড়া উৎপাদন বাড়াতে চাষাবাদেও আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎপাদন খরচ হচ্ছে কম। ফলে বাহুবলী টমেটো চাষে অনেক চাষি আগ্রহী হচ্ছেন বলেও জানান তিনি।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ