আজকের শিরোনাম :

নবীগঞ্জে পুকুরে জোরপূর্বক মাছ ধরতে গিয়ে সাবেক কমিশনারসহ গ্রেফতার ৩

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ১৮:০৮

নবীগঞ্জ পৌরসভার গয়াহরি এলাকায় জোরপূর্বক পুকুরের মাছ ধরার অভিযোগে সাবেক কমিশনার প্রাণেশ দেবসহ তাঁর ২ সহযোগীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে নবীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত প্রাণেশ দেব নবীগঞ্জ গয়াহরি পৌর এলাকার বাসিন্দা দুর্গাচরণ দেবের ছেলে। তাঁর ওপর দুই সহযোগীরা হল উপজেলার  পিরিজপুর এলাকার বাসিন্দা কবির মিয়ার ছেলে শরিফ উদ্দিন (৫০) ও হরিপুর এলাকার বাসিন্দা মৃত চান মিয়ার ছেলে চেরাগ আলী (৪৫)।

সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আটককৃত ব্যক্তিরা নবীগঞ্জের গয়াহরি এলাকার রঞ্জন দাশ এর মালিকানাধীন পুকুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জোরপূর্বক মাছ ধরতে গিয়েছিল তারা। এ সময় পুকুরের মালিকের আত্মীয়-স্বজন মাছ ধরতে বাধা দিলে দুষ্কৃতিকারীরা পুকুরের মালিক রঞ্জন দাশ ও তাঁর আত্মীয়-স্বজনের ওপর হামলা করে। বিষয়টি ৯৯৯ এ কল করে পুলিশকে জানালে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপরে উল্লেখিত ব্যক্তিদের গ্রেফতার করে নিয়ে আসে এবং বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেলে পাঠানো হয়। 

এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ