আজকের শিরোনাম :

পার্বতীপুর পৌরসভা উপ-নির্বাচনে কাউন্সিলর পদে কালাম বিজয়ী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ১৩:১৫

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এতে কাউন্সিলর পদে আবুল কালাম ডালিম প্রতীক পেয়েছে ৫১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজবাউল ইসলাম টুকুন সরকার টেবিল ল্যাম্প প্রতীকে ৪৯৯ ভোট পান। ১৮ ভোটের ব্যবধানে আবুল কালাম ডালিম প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার আবু জাফর মো. সায়েম। উপ-নির্বাচনে তিনজন প্রার্থী অংশ নিয়েছেন। অপর প্রার্থী মতিয়ার রহমান উটপাখি মার্কায় তিনি পান ১৯৯টি ভোট। মোট ভোট কাষ্ট হয় ১২১৫ ভোট। এ বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিলো ২৪শ ৬৮। পুরুষের চেয়ে নারী ভোট ছিলো ১শ জন। সকাল থেকে শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলমের মৃত্যুর পর কাউন্সিলর পদটি শুন্য হয়। 

 এবিএন/এম এ জলিল সরকার/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ