আজকের শিরোনাম :

শান্তিপূর্ণভাবে চলছে ডোমার-ডিমলা উপজেলা পরিষদ নির্বাচন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৪, ১২:৫৮

শান্তিপূর্ণভাবে চলছে নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলা পরিষদ নির্বাচন। বুধবার ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।

আকাশ মেঘাচ্ছন্ন থাকায় নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে সকালে ভোটার উপস্থিতি কম লক্ষ করা গেছে। 

রাশেদুল ইসলাম নামে এক ভোটার বলেন, আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি নামতে পারে। একটু রোদ হলে বাড়ির অন্যরা ভোট দিতে আসবে। আমি এখন ভোট দিচ্ছি। 

ডোমারের ৭৫টি এবং ডিমলার ৯৩টিসহ মোট ১৬৮টি কেন্দ্রে চলছে ভোটগ্রহন। সকালে কিছুটা ভোটার উপস্থিতি কম দেখা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৫ হাজার ৫৬৪ জন। দুই উপজেলায় চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস-চেয়ারম্যান পদে ১৫ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনছার সদস্যরা নিরাপত্তায় থাকবে। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‌্যাবের পাঁচটি ও বিজিবির চারটি টিম টহলে থাকবে। পাশাপাশি দুটি উপজেলায় মোট ১৮টি ভ্রাম্যমাণ আদালত দায়িত্বে থাকবে।

এবিএন/মোঃ আব্দুল্লাহ আল মামুন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ