আজকের শিরোনাম :

পার্বতীপুরে দুই মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ১৫:০৯

দেশের জন্য মানুষের পাশে ফেসবুক ভিত্তিক সংগঠন “ডু-নেশন’র আয়োজনে শুক্রবার বিকেলে রাজাবাসর স্কুল এন্ড কলেজের হলরুমে অসহায় ও দুস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে। দুস্থ- অসহায় নারীদের কর্ম সংস্থানের লক্ষ্যে ডু-নেশন দুই মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের আয়োজন করে। এতে অংশ নেবেন ২৫ জন্য অসহায় নারী। এর পাশাপাশি নারী ও ২০ বছরের উর্দ্ধে যুবকরা ড্রাইভিং প্রশিক্ষণেও অংশ নেবে। প্রশিক্ষণের উদ্বোধন করেন পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি শ আ ম হায়দার। 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যাম্প হাসপাতালের জনসংযোগ বিভাগের কর্মকর্তা এনোস সরেন, ডু-নেশন র সমন্বয়কারী মোঃ মাহাতাব লিটন ও তার স্ত্রী মনি, সাংবাদিক এম এ জলিল সরকার ও সোহেল সানী, প্রশিক্ষক হিসেবে রংপুর থেকে আগত আসমা খাতুন মুক্তা। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সরলা মুর্মু।

এবিএন/জলিল সরকার/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ