আজকের শিরোনাম :

লক্ষ্মীপুরে দুই উপজেলায় আজ ভোট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৪, ১০:২৫

লক্ষ্মীপুরে দুই উপজেলায় আজ ভোট। কেন্দ্র প্রস্তুত থাকলেও ভোর হতেই মুষলধারে বৃষ্টি ঝরার কারণে এখনো কোনো প্রার্থী বা প্রার্থীর লোকজন, সমর্থক কিবা কোন ভোটারদের উপস্থিতি কেন্দ্রে দেখা যায়নি।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলায়  উপজেলা নির্বাচন হতে যাচ্ছে । মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম।

সকাল ৮টায় শুরু হবে ভোটগ্রহণ। টানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ দুই উপজেলায় ভোটাররা ভোট দেবেন ব্যালট পেপারের মাধ্যমে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এ উপজেলায় ৪ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন।

এদিকে রামগতি উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ১০ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।

প্রসঙ্গত, রামগতি ও কমলনগর মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ৯ শত ৭৩ জন। পুরুষ ২ লাখ ২ হাজার ৬০ জন। নারী- ১লাখ ৮২ হাজার ৯ শত ১২ জন।

এবিএন/অ আ আবীর আকাশ/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ