আজকের শিরোনাম :

রাঙামাটিতে কম্বল ও শিক্ষা উপকরণ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০০

রাঙামাটিতে মাস্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদেও মধ্যে কম্বল ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ রোববার বেলা ১১টায় রিজার্ভ বাজার শ্রী শ্রী মনসা কালীমন্দিরে মাস্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে  দুস্থদের মধ্যে কম্বল ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

এ সময় দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, রাঙামাটি জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার,পৌরসভার  প্যানেল মেয়র হেলাল উদ্দিন, শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরের সাধারণ সম্পাদক প্রকাশ তালুকদার, মাষ্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাংবাদিক নন্দন দেবনাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শহরের ২ শতাধিক দুস্থদের মধ্যে কম্বল ও ২ শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ