ডিমলায় মোটাতাজা ও ডেইরি খামারিদের প্রশিক্ষণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১২

নীলফামারীর ডিমলা উপজেলার ৬০ জন খামারিদের নিয়ে এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেডে'র কোম্পানি পরিচিতি ও গরু মোটাতাজাও দুধ উৎপাদনকারী  খামারিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৭-ফেব্রুয়ারি) ডিমলা স্বপন বিদ্যাঃ নিকেতনের মিটিং রুমে দিনব্যাপী প্রায় ৬০ জন গো-খামারিদের উপস্থিতিতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড এর প্রতিনিধি ভিডিও প্রজেক্টেরের মাধ্যমে স্ব চিত্র প্রদর্শন করে এবং প্রাণিসম্পদ উন্নয়নে লিফলেট বিতরণ করেন গো খামারিদের মাঝে। এছাড়াও বানিজ্যিক ভাবে গরু মোটাতাজা করন করতে গরু ও গরুর বাছুর বেড়ে উঠতে সহায়ক হিসেবে বোভিনো কাফ্ ব্যবহারে নিয়ম, বাইপ্রো ক্যাটল ফিট, ভিটামোর ক্যাটল ফিট ও বাইপ্রো খাওয়ানোর নিয়ম সহ বিভিন্ন উপকরণ ব্যবহারে নিয়মকানুন হাতে কলমে প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেডের জেলা টি,এস,ও মোঃ মোজাম্মেল হক, ডিমলা উপজেলার ডিলার নুর ইসলাম প্রমুখ।

এবিএন/বাদশা সেকেন্দার ভুট্টো/জসিম/গালিব 

এই বিভাগের আরো সংবাদ