আজকের শিরোনাম :

পঞ্চগড়ে নদীতে মিলল বাঘের মৃতদেহ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৪৯

পঞ্চগড়ের আটোয়ারীতে স্থানীয় এক কৃষকের আস্ত গরুর খাওয়ার পর নাগর নদী থেকে বিশাল আকৃতির এক চিতা বাঘের মৃতদেহ উদ্ধার হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দাড়খোড় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, ওই এলাকার দাড়খোড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে বাঘটি।

জানা যায়, স্থানীয় এক কৃষকের গরুর গলায় কামড়ে আহত করে গরুটিকে অর্ধেক খেয়ে পালিয়ে যায় বাঘটি। গরুর মালিক শিয়ালের আক্রমণে গরুর মৃত্যু মনে করে গরুটিতে বিষ প্রয়োগ করেন। পরে আবারও গরুটিকে খেতে আসে চিতা বাঘটি। খাওয়া শেষে দাড়খোড় এলাকার ঈদগাহের পাশে সীমান্তঘেষা নাগর নদীতে নামলে সেখানেই বাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।

পরে খবর পেয়ে বন বিভাগ, বিজিবি ও বারঘাঁটি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা বাঘটিকে উদ্ধার করেন। বাঘটিকে ময়নাতদন্তের জন্য আটোয়ারী উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

জেলা সহকারী বন কর্মকর্তা মধু চন্দ্র রায় বলেন, আমরা খবর পেয়ে প্রশাসনের সহায়তায় মৃত চিতাবাঘটিকে উপজেলা প্রাণিসম্পদ বিভাগে এনেছি। এটির সঠিক মৃত্যুর কারণ জানতে হলে ময়নাতদন্ত করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা এলে সিদ্ধান্ত নেওয়া হবে।

আটোয়ারী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, সীমান্তের নগর নদীর কাছ থেকে মৃত উদ্ধার করা চিতাবাঘটি বন বিভাগের লোকেরা আমাদের কাছে এনেছে ময়নাতদন্তের জন্য। আমাদের কাছে নমুনা সংগ্রহের যাবতীয় উপকরণ নেই। তারা সংগ্রহ করে দিতে পারলে আমরা ময়নাতদন্ত করে রিপোর্ট দিতে পারবো। অন্যথায় আমরা বাঘটিকে পার্শ্ববর্তী কোনো চিড়িয়াখানা অথবা ল্যাবে পাঠানোর পরামর্শ দেবো।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ