রিকশায় এসে ভোট দিলেন নসরুল হামিদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:২২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনের (কেরানীগঞ্জের ৫টি ইউনিয়ন) আওয়ামী লীগ প্রার্থী নসরুল হামিদ বিপু ভোট দিতে রিকশায় করে কেন্দ্রে এসেছেন।  

আজ রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকা দক্ষিণ কেরাণীগঞ্জের কোন্ডা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজ কেন্দ্রে এসে ভোট দেন তিনি।

ভোট দেওয়া শেষে নসরুল হামিদ বিপু সাংবাদিকদের বলেন, স্বতঃস্ফূর্তভাবে শত শত নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। আমি আশাবাদী, নৌকা মার্কায় এলাকার লোকজন ভোট দেবে। এ এলাকায় প্রচুর উন্নয়ন হয়েছে, সে ধারাবাহিকতা বজায় রাখার জন্য নৌকা মার্কায় ভোট দেবে। তারা শান্তি-শৃঙ্খলা বজায় রেখেছে, শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। এ এলাকায় গত ১৫ বছরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, শিক্ষার হার বেড়েছে এবং সব কিছু বেড়েছে। আমি আশাবাদী এলাকার মানুষ ভোট দিয়ে প্রমাণ করবে, নৌকার পক্ষে তাদের সমর্থন রয়েছে।  

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ৫৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৮৯৪ জন, নারী ভোটার ১ লাখ ৬৭ হাজার ৬৪৬ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন ভোটার।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ