আজকের শিরোনাম :

সরিষাবাড়ীতে নির্বাচনী সহিংসতা, আহত ১০

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ১১:৩০

জামালপুরের সরিষাবাড়ীতে নির্বাচনী সংঘর্ষে ১০ আহত হবার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বাসস্ট্যান্ডে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসান এমপি ও নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলালের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

নৌকার মিছিলের সামনে ঈগলের সমর্থকরা নাচানাচি করলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে ঈগলের সমর্থক পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল (৩৫), মাইজবাড়ী এলাকার শামছুল হকের ছেলে দিলখুশ (৩৫), শিমলাপল্লী এলাকার জালাল উদ্দিনের ছেলে রিপন (৩৫), শিমলা বাসস্ট্যান্ড এলাকার খোরশেদ আলমের ছেলে ছোটন (৩৫), শুয়াকৈর এলাকার শহিদ মিয়ার ছেলে সজিব মিয়া (৩৫), কামরাবাদ এলাকার বেলালের স্ত্রী সানজিদা (৩২)। 

এছাড়া নৌকার সমর্থক বড়বাড়িয়া গ্রামের কিসমত আলীর ছেলে মোতালেব (২৮), সোনাকান্দর এলাকার আ: বারেকের ছেলে বিপ্লব (৩৫), চর বড়বাড়িয়া গ্রামের আ: জলিলের ছেলে রুবেল (৩০), একই এলাকার সুলতান মাহমুদের ছেলে শান্ত (২৩) আহত হয়। 

হামলার খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনার ঈগলের সমর্থকরা বিক্ষোভ প্রদর্শনসহ রাস্তা অবরোধ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।   

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাইনি। 

এবিএন/মোঃ শাহ জামাল/জসিম/গালিব
 

এই বিভাগের আরো সংবাদ