আজকের শিরোনাম :

কয়রায় বিজয় দিবসে বন বিভাগের আন্তঃস্টেশন ভলিবল প্রতিযোগিতা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ১১:৩৮

মহান বিজয় দিবস উপলক্ষে সুন্দরবন পশ্চিম বন বিভাগের আয়োজনে আন্তঃস্টেশন ভলিবল প্রতিযোগিতা গত শনিবার বিকেলে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। 

পশ্চিম সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডঃ আবু নাসের মোঃ মহসিন হোসেনের সভাপতিত্বে ভলিবল প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো। বিশেষ অতিথি ছিলেন পূর্ব সুন্দরবনে ডিএফও মোঃ মনিরুল করিম, সহকারী বন সংরক্ষক একেএম ইকবাল হোসেন। 

আরো উপস্থিত ছিলেন স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, তানজিরুল ইসলাম, মনিরুল ইসলাম, মোবারক হোসেন, নুরুল আলম, আঃ হাকিম, শমছের আলী, আসাদুল হক, হাবিবুর রহমান, মিজানুর রহমান, কালু মিয়া, আঃ সালাম সহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। খেলায় সুন্দরবনের খুলনা রেঞ্জ সাতক্ষীরা রেঞ্জকে ২-০ গেমে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিরা বিজয়ী দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এ সময় বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। 

এবিএন/কাহীন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ