আজকের শিরোনাম :

শিবপুরে প্রতিবন্ধী প্রাথমিক স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ১৩:০৪

নরসিংদীর শিবপুর পৌর শহরের আশ্রাফপুরে প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠান শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুল। এই প্রতিবন্ধী প্রাথমিক স্কুলটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুলের আয়োজনে ১৩ নভেম্বর সোমবার বেলা ১১টায় শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুলের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ছাবিনা আক্তার।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান তাপসী রাবেয়া। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মানিক, প্রতিবন্ধী শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিভাবক প্রতিনিধি দন্তচিকিৎস ডাঃ আফতাব উদ্দিন প্রমুখ। 

আলোচনা শেষে অনুষ্ঠানে উপজেলা থেকে আগত অতিথি, প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক/শিক্ষিকাকে নিয়ে কেক কেটেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান তাপসী রাবেয়া।

শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ছাবিনা আক্তার বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে বর্তমানে বিভিন্ন বয়সী ২শ পঞ্চশ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়ে লেখা-পড়া করছেন। প্রতিটি পরিবারের সদস্যরা প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে আসে এবং পাঠদান শেষে তাদেরকে বাড়ি নিয়ে যায়।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন উক্ত প্রতিষ্ঠানে সহকারী শিক্ষিকা রিমি বেগম।

এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ