পুলিশি পাহারায় সোনামসজিদ ছাড়ল পেঁয়াজের ১৭৬ ট্রাক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ১৪:৪৮

বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনেও কোনো প্রভাব পড়েনি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে। স্বাভাবিক রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। এ ছাড়া প্রতিদিন আমদানি করা পণ্য বোঝাই ট্রাক আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় বন্দর থেকে দেশের অন্যত্র পাঠানো হচ্ছে।

আজ সোমবার (৬ নভেম্বর) দুপুর পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর থেকে আমদানি করা পেঁয়াজ, আলুসহ বিভিন্ন পণ্যবোঝাই ১৭৬টি ট্রাককে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় রাজশাহী সীমানা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, এরই মধ্যে ১৭৬টি ট্রাককে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় রাজশাহী সীমানা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের কোথাও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বলেন, সকাল থেকে এখন পর্যন্ত পেঁয়াজ, আলুসহ বিভিন্ন পণ্যবোঝাই ১৭৬টি ট্রাককে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় চাঁপাইনবাবগঞ্জ সদরে পৌঁছে দেওয়া হয়েছে। স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ