আজকের শিরোনাম :

রাঙ্গাবালীতে ভেসে আসা টর্পেডোটি উদ্ধার করল নৌবাহিনী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ১৪:৪০

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সমুদ্র থেকে খালে ভেসে আসা টর্পেডোটি উদ্ধার করেছে নৌবাহিনী। 

আজ সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার মৌডুবী ইউনিয়নের মীরকান্দা গ্রামের ভাঙ্গার খাল থেকে এ টর্পেডোটি উদ্ধার করে বানৌজা শের-ই-বাংলা ঘাটির সদস্যরা। বর্তমানে এটিকে বানৌজা শের-ই-বাংলা ঘাঁটিতে নিয়ে যাওয়া হচ্ছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গাবালী থানার ওসি হেলাল উদ্দিন। তবে এটি কোন দেশ থেকে এসেছে সেটি নিশ্চিত করতে পারেননি কেউ। 

এর আগে গতকাল দুপুরে টর্পেডোটি ভেসে আসে। এটির দৈর্ঘ্য প্রায় ২৭ ফুট ও প্রস্থ ৩ ফুট। এটি ভেসে আসার পর বিকেলে উদ্ধার কার্যক্রম শুরু করে নৌবাহিনী ও কোস্টগার্ড।

ওসি হেলাল উদ্দিন বলেন, টর্পেডোটি বর্তমানে শের-ই-বাংলা নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হচ্ছে। এটি পরীক্ষা-নিরীক্ষা করবে নৌবাহিনী।  

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ