আজকের শিরোনাম :

বরিশালে পূর্ব শত্রুতার জেরে ঘেরে বিষ দিয়ে মাছ নিধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০৯:১৮

বরিশালে পূর্ব শত্রুতার জেরে ঘেরে বিষ দিয়ে প্রায় তিন লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।

বুধবার (১ নভেম্বর) ভোর রাতে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কাজিরা গ্রামে এ ঘটনা ঘটে।

ঘের মালিক উপজেলার হস্তিশুন্ড গ্রামের এম ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক মাস্টার।

তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে একটি পক্ষ আমাকে খুন, জখমসহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি দেখিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় বুধবার ভোর রাতে আমার মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে। এতে প্রায় ৩ লাখ টাকার মাছ মরে ভেসে ওঠে।

মাছের ঘের পরিচালনাকারী মো. ওমর তালুকদার বলেন, সকাল দশটার দিকে মাছের ঘেরে খাবার দিতে এসে দেখি হাজার হাজার মাছ মরে ভেসে উঠেছে। ঘেরের মধ্যে কীটনাশকের বোতল ভেসে থাকতে দেখে আমি ঘের মালিককে ফোন দিয়ে বিষয়টি জানাই। পরে তিনি এসে এই অবস্থা দেখেন।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাফর আহমেদ বলেন, বিষয়টি শুনেছি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ