নেত্রকোনায় জমির বিরোধে ভাতিজাকে কুপিয়ে হত্যা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ১৩:৪৩

নেত্রকোনার পূর্বধলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎচাচার বিরুদ্ধে।

রোববার সন্ধ্যায় উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

৬৫ বছর বয়সী নিহত ইদ্রিস আলী কালডোয়ার গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে পূর্বধলা থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ইদ্রিস আলীর সঙ্গে তার সৎ চাচার বিরোধ ছিল। গত রোববার বাড়ির পাশের মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে ফিরছিলেন ইদ্রিস। এ সময় তার সৎ চাচা লোকজন নিয়ে ইদ্রিসকে এলোপাথারি কুপিয়ে এক হাত ও দুই পা বিচ্ছিন্ন করে ফেলে রেখে যান। পরে স্বজনরা উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ সোমবার নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ