আজকের শিরোনাম :

নবীগঞ্জ পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট অনুমোদন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ১৮:০২

নবীগঞ্জ পৌরসভা কর্তৃক নতুন কোন কর আরোপ ছাড়াই ৪৩ কোটি ৮ লক্ষ ২৭ হাজার ৪৩২ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। 

নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট অনুমোদনের জন্য উপস্থাপন করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন। ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ ছাবির আহমদ চৌধুরী।

২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেটের সংক্ষিপ্ত বিবরণ: সর্বমোট আয় ৪৩,০৮,২৭,৪৩২/= ।

অনুমোদিত বাজেটের রাজস্ব আয়: ৬ কোটি ৬১ লক্ষ ৬১ হাজার ৯৩২ টাকা, উপাংশ-১: মোট আয়: ৬ কোটি ৩৯ লক্ষ ৮৬হাজার ৯৩২ টাকা, নিজস্ব আয়: ৪ কোটি ৮১ লক্ষ ৬১ হাজার ৯৩২ টাকা। রাজস্ব খাতে সরকারী অনুদান: ১ কোটি ৮১ লক্ষ টাকা, উপাংশ-২ (পানি শাখা) মোট আয়: ২১ লক্ষ ৭৫ হাজার টাকা, ২) মোট উন্নয়ন আয়: ৩৬ কোটি ৬৫ হাজার ৫ টাকা (ক) সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা (বিশেষ বরাদ্দ সহ) মঞ্জুরী: এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা (খ) সিলেট বিভাগ গ্রামীণ এ্যাকসেস সড়ক উন্নয়ন প্রকল্প: ১০ কোটি টাকা (গ) গুরুত্ব পূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন: ১০ কোটি টাকা (ঘ) কোভিড-১৯ এর ক্ষতি জনিত প্রভাব মোকাবেলায় অনুদান ৫০ লক্ষ টাকা।

(ঙ) ডেংগু ও মশক নিধন কার্যক্রমে অনুদান : ১০ লক্ষ টাকা, (চ) নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প: ১০ কোটি টাকা, (ছ) পৌর ভবন: ৪ কোটি টাকা (জ) অন্যান্য খাতে আয়: ৩৬ লক্ষ ৬৫ হাজার ৫০০ টাকা।

সর্ব মোট আয়: ৪৩ কোটি ৮ লক্ষ ২৭ হাজার ৪৩২ টাকা।সার্বিক উদ্বৃত্ত দেখানো হয়েছে একুশ লক্ষ সতেরো হাজার ২৩২ টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৪১ লক্ষ ২০ হাজার টাকা, উন্নয়ন ব্যয় ২৪ কোটি ৪৫ লক্ষ ৯০ হাজার ২০০ টাকা এবং সর্বমোট ব্যয়: ৪২ কোটি ২৭ লক্ষ ১০ হাজার ২০০টাকা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কে এম আবু বকর সিদ্দিক ও পবিত্র গীতাপাঠ করেন সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. সহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দসহ পৌরসভার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ