আজকের শিরোনাম :

যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৩, ০৭:৫৭

দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানা ফের ইউরিয়া উৎপাদন বন্ধ।  এ নিয়ে গত ৭৬ দিনে তিনবার যান্ত্রিক ত্রুটির কারণে কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হলো।

সোমবার (৮ এপ্রিল) রাতে সার কারখানার অ্যামোনিয়া পাম্পে লিকেজ দেখা দেয়ায় ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

কারখানার মহাব্যবস্থাপক মো. শহিদুল্লাহ খান বলেন, ‘কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের সিলিং গ্যাস কম্প্রেসারে হঠাৎ ত্রুটি দেখা দেয়। ফলে উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি মেরামতের কাজ করছে কারিগরি দল। ত্রুটিটি সারিয়ে সকালের মধ্যে উৎপাদন শুরু হবে।’

জানা গেছে, ১৯৯১ সালে জামালপুরের তারাকান্দিতে যমুনা সার কারখানা প্রতিষ্ঠিত হয়। শুরুতে যমুনা সার কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার ৭০০ মেট্রিক টন। গ্যাসের চাপ কমে যাওয়ায় পরে তা ১ হাজার ৩০০ মেট্রিক টনে নেমে আসে।

যমুনা সার কারখানা থেকে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ি ছাড়াও উত্তরবঙ্গের ১৬ জেলার প্রায় আড়াই হাজার ডিলার যমুনার সার উত্তোলন করেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ