আজকের শিরোনাম :

বৃষ্টিতে মাটিচাপা যুবকের হাত বেরিয়ে আসে, কাক-শিয়ালের আচরণে মিলে সন্ধান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০৯:০৫

কিশোরগঞ্জে নিখোঁজের ১০ দিন পর মাটির নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের লোকজন মরদেহটি শনাক্ত করলেও পুলিশ মৃতের পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করেছে।

বুধবার (২৯ মার্চ) রাতে কিশোরগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক ও রশিদাবাদ ইউনিয়নের বিট কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টির নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বুধবার বিকেলে ৫টার দিকে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের উলুহাটি এলাকার বিলের পার থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। তবে শনাক্তকারী পরিবারের তথ্য মতে ধারণা করা হচ্ছে, মরদেহটি রশিদাবাদ ইউনিয়নের বেরুয়াইল (কলাপাড়) গ্রামের প্রবাসী শফিকুল ইসলাম বাচ্চুর ছেলে সোহান আহমেদ আলিফ (২৩)।

উপপরিদর্শক রফিকুল ইসলাম আরও জানান, গত ২০ মার্চ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের বেরুয়াইল (কলাপাড়া) গ্রামের প্রবাসী শফিকুল ইসলাম বাচ্চুর ছেলে সোহান আহমেদ আলিফ (২৩) নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার (২৮ মার্চ) তার মা হাওয়া আক্তার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।

বুধবার সকালে মুষলধারে বৃষ্টি হলে বিলপারের মাটি সড়ে যায়। তখন ওই স্থানে কাক ও শিয়ালের বিচরণ দেখে এলাকার লোকজন সেখানে ছুটে যায়। লোকজন সেখানে মাটিচাপা দেওয়া লাশের হাত দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মাটি খুড়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

রশিদাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার জাহেদুল ইসলাম জানান, নিহত যুবকের মা হাওয়া আক্তার মরদেহটি দেখে তার ছেলে আলিফের বলে শনাক্ত করেছেন।

এদিকে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ উদ্ধার হওয়া মরদেহটি আলিফের কিনা, সে ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন। তিনি জানান, পরিবারের লোকজন একেক সময় একেক কথা বলছে। তাই মরদেহটি আলিফের কিনা, এ বিষয়ে নিশ্চিতভাবে এখনো কিছুই বলা যাচ্ছে না।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ