আজকের শিরোনাম :

কমলগঞ্জে মণিপুরিদের ৩০তম গুরুকীর্তন সম্পন্ন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩২

মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন ইউনিয়নের ১৪টি মণিপুরি গ্রামের অধিবাসীদের অংশগ্রহণে পূজা-অর্চনা, ধর্মীয় সংকীর্তন, মৃদঙ্গ বাদন, প্রভূবন্দনা ও প্রসাদ বিতরণের মাধ্যমে ৩০তম মণিপুরি গুরু কীর্তন-২০২৩ শুক্রবার রাতে সম্পন্ন হয়েছে।

ধর্মীয় ভাব গাম্ভীর্য্যরে মধ্য দিয়ে গত শুক্রবার সকাল থেকে শুরু হাওয়া এ গুরুকীর্তন রাত পর্যন্ত চলবে। ধর্মীয় সংগঠন ভানুগাছ লেইপাক ফালুর আয়োজনে আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামে মণিপুরিদের বৃহৎ এ ধর্মীয় সংকীর্তন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ভানুগাছ লেইপাক ফালুর তৎকালীন অধিপতি স্বর্গীয় কৃর্তিজিৎ রাজকুমার ১৯৯৩ইং সালে প্রয়াত গুরুজনদের শ্রদ্ধাভক্তি নিবেদন ও তাদের আত্মার মঙ্গলের উদ্দেশ্যে এ সংকীর্তন প্রতিষ্ঠা করেছিলেন। 

প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছরের মাঘ ত্রয়োদশী তিথিতে পালাক্রমে ১৪টি গ্রামে মণিপুরি গুরুকীর্তন অনুষ্ঠিত হয়ে আসছে। অনুষ্ঠানে হাজারো ভক্তের আগমন ঘটে।

এবিএন/প্রনীত রঞ্জন দেবনাথ/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ