আজকের শিরোনাম :

দুর্গাপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১১

নেত্রকোনার দুর্গাপুরে “স্মার্ট গ্রন্থাগার - স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৩ পালিত হয়েছে। 

রোববার স্থানীয় সাহিত্য সংগঠন ‘‘পথ পাঠাগার’’ এর আয়োজনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পথ পাঠাগার এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার এর সভাপতিত্বে শিক্ষক জিয়াউল হক শুভ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। 

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরেশ্বর চক্রবর্ত্তী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, পথপাঠাগারের সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, কবি লোকান্ত শাওন প্রমুখ। 

আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ