আজকের শিরোনাম :

পিরোজপুরে শিল্পকলা একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২২, ১৩:২৫

পিরোজপুরে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক ও খ বিভাগে ৮২ জন শিশু অংগ্রহন করে এবং আবৃত্তি প্রতিযোগিতায় ক, খ ও গ বিভাগে ৪৬ জন শিশু অংগ্রহণ করে। 

এ চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা উপভোগ করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, অন্যান্য সদস্যবৃন্দ, প্রশিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। 

এ সময় জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী বলেন, বঙ্গবন্ধুকে শিশুদের কাছে পরিচিত করা ও বঙ্গবন্ধু চেতনাকে শিশুদের মাঝে লালনের জন্যই এই উদ্যোগ। ছবির মাধ্যমে শিশুদের মাঝে বঙ্গবন্ধু সম্পর্কে ধারণ তৈরি হবে। আবৃত্তির মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে শিশুরা জানবে। আমাদের এমন কর্মসূচী অব্যাহত থাকবে।

এবিএন/সৈয়দ বশির/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ