আজকের শিরোনাম :

ফরিদপুরের নগরকান্দায় বায়ারের নকল ছত্রাকনাশক উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২, ১৬:০৭

জার্মান ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান বায়ার এজি এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাষ্ট্রিজ কর্পোরেশনের যৌথ প্রচেষ্টায় বায়বর ক্রপ সায়েন্স বিডি লি. দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত বাংলাদেশে ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসাবে চলতি  পেঁয়াজ এর মৌসুমে বায়ার ক্রপ সায়েন্স লিঃ এর বিভিন্ন ধরনের ছত্রাকনাশক, কীটনাশকগুলো পরিবেশবান্ধব এবং কার্যক্ষমতা ভালো হওয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ফরিদপুরের চাষীদের মাঝে। এই ছত্রাকনাশক, কীটনাশকগুলো অনুমোদিত পরিবেশক এবং খুচরা বিক্রেতাদের মাধ্যমে কৃষক পর্যায়ে বিক্রয় হয়।  

কৃষক পর্যায়ে বায়ারের পণ্যের ব্যাপক চাহিদা থাকায় কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আসায় নকল পণ্য বিক্রয় করছে। নকল পণ্য ক্রয় করে প্রতারিত হচ্ছে পেঁয়াজ চাষীরা।

কৃষকদের অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নগরকান্দা উপজেলার বিভিন্ন বাজারে কয়েকটি দোকানে অভিযান চালিয়ে বায়ারের পণ্যের নমুনা উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন নগরকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা মো: মানিক বিন ইয়ামিন, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা উত্তম ভৌমিক। এ সময় উপস্থিত ছিলেন, বায়ারের ফরিদপুরের আঞ্চিলিক কর্মকর্তা কৃষিবিদ মো. মানছুর রহমানসহ বাজার কমিটির নেতৃবৃন্দ।

পরবর্তীতে বাজার ব্যবসায়ীদের সামনে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। নগরকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা মো: মোহাম্মদ বিন ইয়ামিন বলেন, কৃষকদের অভিযোগের ভিত্তিতে আজকের এ অভিযান। আমরা  নাগারদিয়া, ফুলসুতি, নগরকান্দা বাজারের কয়েকটি দোকানে সন্দেহমূলক বায়ারের পণ্য পেয়েছি। আজ ব্যবসায়ীদের সামনে অসাধু ব্যবসায়ীদের শতর্ক করা হয়েছে।পরবর্তীতে এধরনের কাজ করলে আইনের আওতায় আনা হবে।


এবিএন/কে এম রুবেল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ