আজকের শিরোনাম :

দুপচাঁচিয়ায় অবৈধভাবে বালু তোলার অভিযোগে ২টি ট্রাক জব্দ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ২০:১২

দুপচাঁচিয়ার নাগর নদ থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত সোমবার সকালে অভিযান চালিয়ে মাটি ভর্তি একটি মিনিট্রাক ও একটি খালি ট্রাক জব্দ করেছেন। এছাড়াও বালু তোলার সামগ্রী(পাইপ) ভাঙচুর এবং এস্কেভেটরের ব্যাটারি জব্দ করেছেন।

সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত এ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা ভূমি অফিসের পেশকার আব্দুর রহমান ও দুপচাঁচিয়া থানার পুলিশ ফোর্স তাঁর সঙ্গে ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নাগর নদের পলিপাড়া ও তালোড়া-দেওগ্রাম রাস্তার বেইলি ব্রিজের নিকট এবং  পাঁচথিতা এলাকায় শ্যালো দিয়ে অবৈধভাবে বালু তোলেন কয়েকজন অসাধু ব্যবসায়ী। গোপন সংবাদ পেয়ে এ অভিযান চালানো হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে দুইটি মিনিট্রাক জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় কোনো মামলা দায়ের করা হয়নি।
                                                                

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ