আজকের শিরোনাম :

মেলান্দহে ইউপি নির্বাচন আজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২১, ১০:৫৪

আজ ২৭ নভেম্বর জামালপুরের মেলান্দহ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। হাজরাবাড়ি পৌরসভার ওয়ার্ড বিভাজনের কার্যক্রম সম্পন্ন না হওয়ায় ফুলকোচা এবং আদ্রা ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থীর মধ্যে আ’লীগ মনোনীত ৯ জন, ইসলামী আন্দোলন মনোনীত ৯ জন প্রতিদ্ধন্ধিতা করছেন। বাকিরা আ’লীগের বিদ্রোহী।

সংরক্ষিত মহিলা আসনে ১২৬জন এবং সাধারণ আসনে ৩৬৭ জনসহ সর্বমোট ৫১৮ জন প্রতিদ্বন্ধিতা করবেন। এদের মধ্যে শুধু চেয়ারম্যান পদে মাহমুদপুরে মোহাম্মদ আলী জিন্নাহ, নাংলার আলহাজ কিসমত পাশা, ঘোষেরপাড়ার সাইদুর রহমান লিটু এবং ঝাউগড়া ইউপিতে আঞ্জুমানোয়ারা ফারুক হেনা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

আ’লীগ ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে নির্বাচনী উত্তাপ বিরাজ করছে। নির্বাচনী প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টিসহ নানা প্রতিকূলতার পরিবেশ সৃষ্টির অভিযোগ বিদ্রোহী প্রার্থীদের। এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার মাহমুদ জানান-কয়েকজনের অভিযোগ পাওয়া গেছে।

সহকারি কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম জানান, নির্বাচনে আচরণ বিধি লঙ্গনের বেশ ক’টি অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থাও নেয়া হয়েছে।

অফিসার ইনচার্জ মায়নুল ইসলাম জানান, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

এবিএন/মো. শাহ্ জামাল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ