আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে কন্ট্রোল এন্ড মনিটরিং সেন্টার উদ্বোধন করেন ডিআইজি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ১৬:৫২

সিরাজগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও অপরাধীদের অল্প সময়ে শনাক্তকরনে 'কন্ট্রোল এন্ড মনিটরিং সেন্টার" শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে ১০০ সিসিটিভি ক্যামেরা সম্বলিত এ মনিটরিং সেন্টার উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।

এ উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ডিআইজি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে তথ্য প্রযুক্তির সুবিধার মধ্যে সিসিটিভি ক্যামেরার কার্যকরিতা যথেষ্ট পরীক্ষিত। পুলিশ স্থানীয় ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতাও মিলছে।

 এ সিসি টিভি ক্যামেরা স্থাপনে জেলায় অপরাধ অনেকাংশে কমে যাবে এবং সন্ত্রাসী কর্মকান্ডে আসামী শনাক্তকরন সহজ হবে বলে তিনি উল্লেখ করেন। এ সময় পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অনান্য কর্মকর্তাসহ ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এবিএন/এস,এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ