আজকের শিরোনাম :

বরগুনায় শিশুকে ইঞ্জেকশন দেয়ার ৩ঘন্টা পরে মৃত্যু , ডাক্তার গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৩

বরগুনায় ডাক্তারের ভুল চিকিৎসায় ৯ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ওই ডাক্তার মাসুম বিল্লাহকে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গ্রেফতার করে পুলিশ।

নিহত শিশুর পরিবার ও মামলা সূত্রে  জানা যায়, বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের চালিতাতলী গ্রামের সাইদুল ইসলামের শিশু ছেলে ইয়ামিন (৯ মাস) জ্বর ও সর্দি কাশি জনিত অসুস্থ হওয়ায় তাকে চিকিৎসার জন্য সাইদুলের স্ত্রী ও মা বরগুনার চাইল্ড কেয়ার সেন্টারে শিশু চিকিৎসক মাসুম বিল্লাহর কাছে নিয়ে যায়। চিকিৎসক মাসুম বিল্লাহ তখন শিশুটিকে দেখে জরুরী ভিত্তিতে বিভিন্ন টেষ্ট করানাের জন্য বলে।

পরে চিকিৎসক মাসুম বিল্লাহ টেস্টের রিপাের্ট দেখে বলে, শিশু ইয়ামিনের হার্টে সমস্যা আছে। ওই চিকিৎসক শিশুটিকে এক দিন পর পর নিজের চেম্বারে এসে ৪টি ইঞ্জেকশন করানাের কথা বলে। এবং গত রোববার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে নিজ হাতে একটি ইঞ্জেকশন করে দেয় এবং বাসায় নিয়ে ব্যবস্থাপত্র অনুযায়ী নিয়মিত ঔষধ সেবন করানাে কথা বলে ওই চিকিৎসক মাসুম বিল্লাহ । ইঞ্জেকশন দেওয়ার পর থেকেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।
ইঞ্জেকশন দেয়ার সাড়ে তিন ঘন্টা পরে খিচুনি দিয়ে শিশুটি মারা যায়।

শিশুটির বাবা সাইদুল ইসলাম বলেন, আমার শিশু সন্তান মাসুম বিল্লাহর অপচিকিৎসায় মারা গেছে। আমি এবং আমার পরিবার ওই ঘাতক ডাক্তারের বিচার চাই।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান বলেন, ভুল চিকিৎসায় ৯ মাসের শিশু ইয়ামিনের মৃত্যু অভিযোগে মাসুম বিল্লাহ নামে এক গ্রাম্য চিকিৎসককে টাউন হল এলাকা থেকে বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। দুপুরের পর ওই ডাক্তারকে আদালতে পাঠানো হবে।


এবিএন/আরিফ হোসেন ফসল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ