আজকের শিরোনাম :

আশাশুনিতে কমিটি গঠন নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত ৪

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২১, ২১:০৭

সাতক্ষীরা আশাশুনিতে মসজিদের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধার স্ত্রীসহ ৪ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে আশাশুনি সদরে এ ঘটনা ঘটে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

বীরমুক্তিযোদ্ধা মরহুম লুৎফর রহমান সরদারের স্ত্রী ফজিলা বেগম বাদী হয়ে থানায় দাখিলকৃত অভিযোগে ও বাদীপক্ষ জানান, আশাশুনি দক্ষিণপাড়া জামে মসজিদের কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এনিয়ে বিবাদীরা তাদের পরিবারের লোকজনকে শায়েস্তা করার ষড়যন্ত্র করে আসছিল।

১১ জুন বেলা ২ টার দিকে বাদির পুত্র ফিরোজ হোসেন অন্য মসজিদে জুম্মার নামাজ পড়ে বাড়ি ফিরছিল। বাড়ির সামনে রাস্তায় পৌছলে বিবাদী আব্দুল্লাহেল বাকী (বাচ্চু) তার সাথে তর্কাতর্কি করেন। এক পর্যায়ে বিবাদী ফিরোজকে গালিগালাজ ও জুতাপেটা করেন। মুক্তিযোদ্ধার স্ত্রী পুত্রকে ঠেকাতে গেলে তাকেও মারপিট করা হয়। তার পুত্রবধু শান্তা আক্তার এগিয়ে গেলেকিলঘুষি মারা হয়। অপরপুত্র জাহিদুর ছুটে গিয়ে ঠেকানোর চেষ্টা করলে তাকেও ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়।  বাদী পক্ষ ন্যায় বিচার ও নিরাপত্তা বিধানের দাবী জানিয়েছেন।

এবিএন/মুজিবুর রহমান/জসিম/জুয়েল

এই বিভাগের আরো সংবাদ