আজকের শিরোনাম :

স্টার্লিংয়ের হ্যাটট্রিকে ম্যানসিটির বড় জয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২০, ১০:৩৪

হ্যাটট্রিক করলেন রাহিম স্টার্লিং। জালের দেখা পেলেন গাব্রিয়েল জেসুস ও বের্নার্দো সিলভাও। দাপুটে ফুটবলে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে গোলবন্যায় ভাসাল পেপ গার্দিওলার দল। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের মাঠে শনিবার ৫-০ গোলে জিতেছে সিটি। 

ম্যাচের ২১ মিনিটে সফরকারীদের এগিয়ে নেন আগের ম্যাচে বদলি নেমে গোল করা স্টার্লিং। জেসুসের হেড থেকে পাওয়া বল ডি-বক্সের সামনে জায়গা বানিয়ে নিচু শটে জালে পাঠান এই ইংলিশ মিডফিল্ডার। ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। কিন্তু জেসুসের শট ব্রাইটনের এক খেলোয়াড়ের পা ছুঁয়ে ক্রসবারে লাগে।

৪৪তম মিনিটে জালের দেখা পান জেসুস। কর্নার থেকে আসা বলে রদ্রির হেড পোস্টের খুব কাছে পেয়ে সহজেই জালে পাঠান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৫৩তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন স্টার্লিং। ডান দিক থেকে মাহরেজের ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন তিনি। দুই মিনিট পরই ব্যবধান বাড়ান সিলভা। ৮১তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন স্টার্লিং। গোলটি ছিল অনেকটা ভাগ্যপ্রসূত। ডি-বক্সের ভেতর হেড নিতে গিয়ে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যাওয়া স্টার্লিংয়ের মাথায় লেগে বল জালে জড়ায়।

৩৫ ম্যাচে ২৩ জয় ও তিন ড্রয়ে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। চেলসি ৬০ পয়েন্ট নিয়ে তিনে আছে। আগেই শিরোপা জেতা লিভারপুলের পয়েন্ট ৯৩।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ