আজকের শিরোনাম :

৩০ লক্ষাধিক মানুষ বানভাসি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৯, ১০:৩৬ | আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১০:৪৮

দেশের ৩০ লাখের বেশি মানুষ এখন বানভাসি। ১০ দিনে প্লাবিত হয়েছে ২১ জেলা। কুড়িগ্রাম, জামালপুর, সিলেট, গাইবান্ধা, সুনামগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজারে অবস্থা ভয়াবহ।

তবে আগামী ৪৮ ঘণ্টা ভারি বর্ষণের আভাস না থাকায় অবস্থার উন্নতি হতে পারে। 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। 

দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের নদ-নদীর ২৩টি পয়েন্টে এখনো পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি কমলেও ব্রহ্মপুত্র-যমুনা-পদ্মার পানি বাড়বে আরও ৪৮ ঘণ্টা।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুড়িগ্রাম। এখানকার ৬ লাখ ৯ হাজার ৬০০ মানুষ এখন পানিবন্দি।

চট্টগ্রাম জেলায় বন্যাকবলিত ১৪ জেলার মধ্যে সাতকানিয়া, চন্দনাইশ, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া উপজেলায় পানি কমে এখন পরিস্থিতি  উন্নতির দিকে। দুর্গত ৫ লাখ ২৮ হাজার ৭২৫ জন। 

বান্দরবানের ৫ উপজেলা প্লাবিত। ১০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত। রবিবার থেকে পানি কমতে শুরু করেছে। তবে সাঙ্গু-মাতামুহুরীর পানি এখনো বিপদসীমার ওপরে বয়ে যাচ্ছে।

খাগড়াছড়ির ৪ উপজেলায় ৪০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। পানি নেমে পরিস্থিতির উন্নতি হচ্ছে। 

কক্সবাজার জেলার প্লাবিত ৭ উপজেলার পানি নেমে গেছে। ৩ লাখ ৯ হাজারেরও বেশি মানুষ পানিবন্দি রয়েছে। ২৭৫ কিলোমিটার রাস্তা ও ৬ দশমিক ৩৫ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি কমতে শুরু করেছে। তবে এখনো বিপদসীমার ওপরে বইছে। নীলফামারীতে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ২ উপজেলায় ২৮ হাজারেরও বেশি।

যমুনা নদীর সারিয়াকান্দি পয়েন্টে পানি বিপদসীমার ওপরে বইছে।  ৮২ হাজার দুর্গত মানুষ। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত সাড়ে চারশ পরিবারও।

যমুনা নদীর পানি গাইবান্ধায় এখনো বিপদসীমার ওপরে রয়েছে।  প্রায় ২ লাখ ৯০ হাজার মানুষ বানভাসি।

জামালপুরে ২ লাখ ৮৪ হাজার ৫০০ জন পানিবন্দী রয়েছে। যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে এখনো বিপদসীমার ওপরে পানি প্রবাহিত হচ্ছে।

নেত্রকোণায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। ৯৩ হাজারেরও বেশি মানুষ বানভাসি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত ১১ উপজেলায় ১ লাখ ৬২ হাজারেরও বেশি মানুষ দুর্গত অবস্থায় রয়েছে। ফসলি জমি, মাছ ও রাস্তা, সেতু-কালভার্টের ক্ষতি হয়েছে।

সিলেটের ১৩ উপজেলা বন্যাকবলিত। সাড়ে ৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। 

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ