উষ্ণতার ধ্বংসলীলা

  আর্টিস্ট বাঁধন খান

২৯ এপ্রিল ২০২৪, ১৬:৩৬ | অনলাইন সংস্করণ

‘উষ্ণতার ধ্বংসলীলা’ শিরোনামে পারফরম্যান্স আর্টটি মূলত সমসাময়িক বিষয়ের ওপর করা হয়েছে। প্রকৃতির এই দাবদাহ অস্থিরতা মানবকুলসহ জীববৈচিত্র্যের ওপর যে প্রভাব ফেলেছে, তার জন্য মানবজাতির দায়ী। সারা পৃথিবীর জলবায়ুর যে এক তিক্তকর পরিবর্তন এর জন্য মানবজাতি দায়ী।

আজ আমরা লোভ, হিংসাপরায়ণতা, স্বার্থপরতার চরম শিখরে পৌঁছে গিয়েছি। প্রকৃতির প্রতি কোনোরকম যত্ন ও ভালোবাসা নেই আমাদের বললেই চলে। প্রকৃতির ওপর অবলীলায় যে নির্মমতা আমরা চালিয়ে যাচ্ছি, তারই ধারাবাহিকতার ফল আমরা ভোগ করছি এখন।

প্রকৃতির প্রতিশোধ যে বড়ই নির্মম হয় তা মানবজাতি বারবার ভুলে যায়। সুতরাং এখন যদি মানবজাতি সচেতন না হয় পরবর্তী সময়ে আরোও ভয়াবহ দিন মানবকুল ও প্রাণিকুলের জন্য অপেক্ষা করছে।

এই পারফরম্যান্স আর্টের মাধ্যমে বিশ্ববাসীকে একটি জনসচেতনতামূলক বার্তা দেওয়াই  ছিল মূল লক্ষ্য।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ