আজকের শিরোনাম :

সিটি নির্বাচনে প্রচারে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন সাংসদরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০১৮, ১৭:৩৮

ঢাকা, ২৪ মে, এবিনিউজ : সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারে অংশ নেয়ার সুযোগ রেখে আচরণবিধিতে সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার দুপুরে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।  

সচিব বলেন, যেহেতু সংসদ সদস্য পদ লাভ জনক নয়, তাই তাদের নাম অতিগুরুত্বপূর্ণ পদ থেকে বাদ দেয়া হয়েছে। তারা সিটি করপোরেশন নির্বাচনে প্রচার চালাতে পারবেন, এমন প্রস্তাব করা হয়েছে। তবে তারা সরকারি সার্কিট হাউজ ব্যবহার করে প্রচার চালাতে পারবেন না। এই সংশোধনী এখন ভোটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান তিনি।

এছাড়া বিদ্যমান সিটি করপোরেশন আচরণ বিধিমালায় ১১টি বিষয়ে সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ