আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে চাল পাচারের ঘটনায় দু’টি কমিটির তদন্ত শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২০, ১৮:৪৯

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের সরকারি ৮ মে. টন চাল পাচারের ঘটনায় পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মিজানুর রহমানকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এবং কার্ড যাচাই বাছাই তদন্তে ৮ সদস্য বিশিষ্ট আরো একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি দুটি ইতিমধ্যেই তদন্ত কাজও শুরু করেছেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার পরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মাদ শামসুজ্জোহা এই দুটি তদন্ত কমিটি গঠন করেছেন। গঠিত কমিটি দুটি তদন্ত কাজ শুরু করেছেন। ২/৩ দিনের মধ্যেই তারা তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।

উল্লেখ্য, রোববার ভোর রাতের দিকে ওই ইউনিয়নের দরিদ্রদের বরাদ্দকৃত ১০ টাকা কেজির ৮ মেট্রিক টন চাল পাচারকালে থানার ঘাট (করতোয়া ব্রিজ) এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় চাল ভর্তি একটি ট্রাকও জব্দ করা হয়। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।


এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ